বগুড়া জেলা
ট্রেন্ডিং

বগুড়ায় র‍্যাব পরিচয়ে নারীদের সঙ্গে প্রতারণা, যুবক গ্রেপ্তার

র‍্যাব সদস্য পরিচয়ে একাধিক নারীর সঙ্গে সম্পর্ক স্থাপনের মাধ্যম ব্ল্যাকমেইলের অভিযোগে বগুড়ায় এক যুবক গ্রেপ্তার হয়েছেন।

শনিবার (১২ এপ্রিল) দুপুরে সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের দারিয়াল হাজরাদিঘী গ্রামে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেপ্তার করে র‍্যাব-১২ বগুড়া।

গ্রেপ্তার যুবকের হলেন শিহাব হোসেন সাগর (২১)। রোববার সাগরকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-১২ বগুড়া’র কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এম আবুল হাশেম সবুজ।

এর আগে অভিযানে সাগরের কাছ থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও ডিজিটাল ডিভাইস—যার মধ্যে রয়েছে ২টি স্মার্টফোন, ২টি বাটন ফোন, ৩টি সিম, মেমোরি কার্ড, একটি সিপিইউ, হার্ড ডিক্স, এসএসডি কার্ড, রামদা, চাপাতি, ছোড়া এবং বার্মিজ চাকুসহ আরও কিছু অস্ত্রসামগ্রী।

র‍্যাব জানিয়েছে, সাগর মূলত নারীদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতেন ‘র‍্যাব পরিচয়’ দিয়ে। তাদের সঙ্গে ব্যক্তিগত মুহূর্ত শেয়ার করিয়ে নিতেন, তুলে নিতেন ভিডিও। এরপর সেই ভিডিও দেখিয়ে শারীরিক সম্পর্কের জন্য ব্ল্যাকমেইল করতেন।

একজন প্রতারক শুধু নারী নয়, র‍্যাবের মতো একটি গর্বিত বাহিনীর নাম ব্যবহার করে সাধারণ মানুষের বিশ্বাসকেও ঠকাচ্ছিল।

এ ধরনের প্রতারকদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে জানিয়ে কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এম আবুল হাশেম সবুজ বলেন, “সাইবার অপরাধ এবং সামাজিক মূল্যবোধ ধ্বংসকারী এইসব প্রতারকদের বিরুদ্ধে র‍্যাব কঠোর অবস্থানে রয়েছে। সাগরের মতো প্রতারকরা আইনের ফাঁক গলে বের হতে পারবে না।”

এই বিভাগের অন্য খবর

Back to top button