
দেশের চার জেলায় বজ্রপাতে ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচজন, কিশোরগঞ্জে তিনজন, চাঁপাইনবাবগঞ্জে একজন এবং হবিগঞ্জে একজনের মৃত্যু হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া:
বিকালে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পৃথক স্থানে বজ্রপাতে পাঁচজন নিহত হয়েছেন। এ সময় এক নারী গুরুতর আহত হয়েছেন।
কিশোরগঞ্জ:
দুপুরে কিশোরগঞ্জ জেলার পৃথক স্থানে তিনজন নিহত হয়েছেন। এসময় আরও একজন আহত হয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ:
ধান কাটার সময় বিকালে চাপাইনবাবগঞ্জের সদর উপজেলার বুলনপুর গ্রামে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।
হবিগঞ্জ:
বিকাল ৫টার দিকে হবিগঞ্জের আজমিরীগঞ্জে ড্রেনে গোসল করার সময় বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে।