শিবগঞ্জ উপজেলা
ট্রেন্ডিং

বগুড়ায় জমি নিয়ে বিরোধে যুবককে পিটিয়ে খুন

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মাসুদ (২৭) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

রোববার দিবাগত রাত আড়াইটার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাসুদের মৃত্যু হয়।

নিহত মাসুদ মির্জাপুর গ্রামের মৃত হোসেনের ছেলে বলে জানা যায়।

এর আগে রোববার দুপুরে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামে মারপিটের ঘটনা ঘটলে গুরুতর আহত অবস্থা মাসুদ, তার মা মনোয়ারা বেগম, বোন শেফালী ও চাচাতো ভাই শহীদুলকে বগুড়া শজিমেকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

এ ঘটনায় বিক্ষুব্ধ গ্রামবাসী অভিযুক্ত ইয়াকুব ও মতিয়ারের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুর করে।

ঘটনাস্থলে শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম, থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামানসহ পুলিশ সদস্যরা মোতায়েন রয়েছে৷

স্থানীয়রা জানান, বাড়ির পাশের এক শতক জায়গা নিয়ে নিহত মাসুদ রানার সঙ্গে অভিযুক্ত মতিয়ার রহমান মতিনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। রোববার বিকেলে আমিন ডেকে ওই জায়গা শালিসের মাধ্যমে মাপযোগ করে মীমাংসার চেষ্টা করে উভয়পক্ষ। তবে মীমাংসা না হওয়ায় অভিযুক্ত মতিয়ার তার অনুসারীদের নিয়ে রবিবার বিকেলে মাসুদ রানা ও তার বাড়ির বাকি সদস্যদের লাঠিসোঁটা দিয়ে বেধড়ক মারধর করে। মাসুদ রানা মারা যাওয়ার খবরটি এলাকায় ছড়িয়ে পরলে অভিযুক্ত দুইজনের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালানো হয়।

এব্যাপারে শিবগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম বলেন, ঘটনাটি শোনার পর থেকেই আমি, ওসি সহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আছি। যারা ঘটনাটি ঘটিয়েছে তাদের সনাক্ত করার চেষ্টা চলছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রনে রয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button