কৃষি উন্নয়ন পরিবেশ রক্ষা ও নাগরিক সমস্যা নিয়ে তারুণ্যের ভাবনা নিয়ে প্রস্তুতিমূলক সভা

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধি: কৃষি উন্নয়ন পরিবেশ রক্ষা ও নাগরিক সমস্যা নিয়ে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনার এবং তারুন্যের রাজনীনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী ২৩ ও ২৪মে রাজশাহী ও রংপুর বিভাগীয় যৌথ সমাবেশ সফল করার লক্ষ্যে দুপচাঁচিয়া উপজেলা ও পৌর যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকালে চাউল কল মালিক সমিতি কমিউনিটি সেন্টারে উপজেলা যুবদলের আহবায়ক আফছার আলীর সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সরকার মুকুল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান শুভ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, জেলা যুবদলের সহসভাপতি এ্যাড. এনামুল হক পান্না, শহর যুবদলের সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান শিপলু।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোস্তাক আহম্মেদ, আব্দুস সবুর খন্দকার রাকিব, ইব্রাহীম আলী, মিজানুর রহমান পলাশ, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নাজমুল হোসেন নাইম কবিরাজ, যুগ্ম আহবায়ক রাকিব হাসান সানি, রিয়াদ সরদার, যুবদল নেতা আশরাফুল আলম, মোবাইদুন নবী তিতাস, রাবু খান, হুমায়ুন কবির, আনোয়ার হোসেন, জাহিদ হাসান রোস্তম, ওবায়দুল হক, ইদ্রিস আলী খান, বেলাল হোসেন, জুয়েল হোসেন, আবু সুইট, রাজা, মেহেদী হাসান, সবুজ প্রাং, রিপন প্রাং, সাইদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আব্দুর রাজ্জাক, সদস্য সচিব আব্দুল মান্নান, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক ওয়ালিউল ইসলাম পুটু, সদস্য সচিব মেহেদী হাসান, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু রায়হান, উপজেলা ছাত্রদলের সভাপতি শামীম সরদার, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, পৌর ছাত্রদলের সভাপতি নাঈম সরদার প্রমুখ।