বগুড়া জেলা
ট্রেন্ডিং

বগুড়ায় সাংবাদিক ওয়াহেদ ফকিরের জামিন

বগুড়ায় ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার হওয়ার নয় দিন পর সাংবাদিক আব্দুল ওয়াহেদ ফকির জামিন পেয়েছেন।

মঙ্গলবার (১৩ মে) বগুড়া সদর আমলি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান পুলিশ রিপোর্ট (পিআর) দাখিল পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে গানের কলি লেখে পোস্ট করাকে কেন্দ্র করে গত ৩ মে আব্দুল ওয়াহেদকে আটক করে পুলিশ। পরের দিন তার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার অভিযোগে মামলা করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, শাজাহানপুর উপজেলার খরনা কর্মকার পাড়ার বাসিন্দা পলাশ কুমার মহন্ত গত ৪ মে সাংবাদিক ওয়াহেদ ফকিরের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন। ওই দিনই পুলিশ ওয়াহেদ ফকিরকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জামিনের বিষয় নিশ্চিত করে বগুড়া কোর্ট পরিদর্শক মোসাদ্দেক হোসেন জানান, আজ বিকেল পাঁচটার দিকে সাংবাদিক আব্দুল ওয়াহেদ ফকিরকে জামিন দেন বিচারক।

এই বিভাগের অন্য খবর

Back to top button