আন্তর্জাতিক খবর

ভারতের উত্তর প্রদেশ সরকার গুঁড়িয়ে দিল ৩০০ মসজিদ-মাদরাসা

ভারতের উত্তর প্রদেশ সরকার নেপাল সীমান্ত সংলগ্ন এলাকায় অবৈধ ধর্মীয় স্থাপনার বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়ে গুঁড়িয়ে দিয়েছে প্রায় ৩০০টি মুসলিম স্থাপনা। রাজ্য সরকারের অভিযোগ এসব স্থাপনা অবৈধভাবে নির্মিত হয়েছিল।

বুধবার (১৪ মে) স্থানীয় প্রশাসনের এক বিবৃতিতে জানানো হয়, রাজ্যের নেপাল সীমান্তবর্তী জেলাগুলোতে অভিযান অব্যাহত রয়েছে। এতে এখন পর্যন্ত ২২৫টি ‘অবৈধ’ মাদরাসা, ৩০টি মসজিদ, ২৫টি মাজার এবং ছয়টি ঈদগাহ গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

রাজ্য সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছে যে, বিশেষ করে সংবেদনশীল সীমান্ত এলাকায় কোনও অবৈধ কাঠামো বরদাস্ত করা হবে না। জমির আইন মেনে চলা এবং এই এলাকাগুলিতে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি দূর করাই এই অভিযানের মূল লক্ষ্য।

এই বিভাগের অন্য খবর

Back to top button