কাহালু উপজেলা
ট্রেন্ডিং

বগুড়ায় বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

বগুড়ার কাহালু উপজেলায় বালতির পানিতে ডুবে সামিয়া নামের দেড় বছরের শিশু কন্যার মৃত্যু হয়েছে।

রবিবার (১৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পাইকড় ইউনিয়নের আড়োলা সাকিদার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

সামিয়া ওই গ্রামের সাইদুল ইসলামের কন্যা।

জানা যায়, সামিয়ার মা তাকে রেখে বাথরুমে কাপড় কাঁচতে যায়। এসময় শিশু সামিয়া খেলা করার এক পর্যায়ে রংয়ের পানি ভর্তি বালতি থেকে খেলনা তোলার চেষ্টা করে। হঠাৎ পড়ে বালতিতে ডুবে যায়। পরে তার মা সামিয়াকে পানি ভর্তি বালতি হতে মৃত অবস্থায় উদ্ধার করে। 

এই বিভাগের অন্য খবর

Back to top button