খেলাধুলাফুটবল

হে‌রেই চ‌লে‌ছে মেসির ইন্টার মায়ামি

পরাজ‌য়ের বৃত্ত যে‌নো ভাঙ‌তেই পার‌ছে না লিও‌নেল মে‌সির্ ইন্টার মায়া‌মি। দল‌টি  মহাদেশীয় প্রতিযোগিতা থেকে ছিটকে পড়ার পাশাপাশি মেজর লিগ সকারেও (এমএলএস) স্বস্তিতে নেই ফ্লোরিডার ক্লাবটি। সবশেষ ম্যাচে নগরপ্রতিদ্বন্দ্বী ওরল্যান্ডো সিটির কাছে ৩-০ গোলে উড়ে গেছেন মেসি-সুয়ারেজরা।

সোমবার (১৯ মে) নিজেদের মাঠ চেজ স্টেডিয়ামে ওরল্যান্ডোকে আতিথ্য দেয় মায়ামি। সফরকারীদের হয়ে গোল করেন লুইস মুরিয়েল, মার্কো পাসালিক ও  দাগুর দন থরহালসন। ম্যাচে পারফরম্যান্সের দিক থেকে মলিন মেসি। খেই হারিয়েছিলেন লুইস সুয়ারেজ-ও।

ঘরের মাঠে আজ বল দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও সেভাবে সুযোগ তৈরি করতে পারেনি মায়ামি। ৬৫ শতাংশ বলের দখল রাখা মায়ামি ২১টি শট নিলেও লক্ষ্যে ছিল মাত্র ৪টি। অন্য দিকে মাত্র ৩৫ শতাংশ বলের দখল রেখে ১৬ শট নিয়ে ৮টি লক্ষ্যে রাখে অরল্যান্ডো সিটি।

হারের পর ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় ৬ নম্বরে নেমে গেছে ইন্টার মাায়ামি। ১৩ ম্যাচ খেলে ৬ জয়, ৪ ড্র ও ৩ হার মায়ামির। অন্য দিকে এক ম্যাচ বেশি খেলে ২৪ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে উঠে এল অরল্যান্ডো সিটি।

এই বিভাগের অন্য খবর

Back to top button