
টি-টোয়েন্টি ফরম্যাটে নিজেদের ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ সংগ্রহ গড়েও জয় তুলে নিতে পারেনি বাংলাদেশ।
রোববার শারজাহতে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে ২০৫ রানের বিশাল লক্ষ্য টপকে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফেরায় স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত।
এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজ এখন ১-১ সমতায় রয়েছে। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২১ মে, যা এখন রূপ নিয়েছে একপ্রকার ফাইনালে।
ব্যাট হাতে ঝড়ো সূচনায় ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২০৫ রান তোলে বাংলাদেশ। তানজিদ তামিমের ৫৯, হৃদয়ের ৪৫, ও জাকের আলির শেষ মুহূর্তের ১৮ রানের ক্যামিও মিলে বড় সংগ্রহ গড়ে টাইগাররা।
তবে সেই রান পাহাড় টপকে ইতিহাস গড়ে আরব আমিরাত। জবাবে শুরু থেকেই সাবলীল ব্যাটিং করে তারা। বাংলাদেশি বোলারদের একের পর এক মারতে থাকেন এমিরাত ব্যাটাররা। নির্ভরযোগ্য পারফরম্যান্সে জয় তুলে নেয় স্বাগতিকরা।
এই হার বাংলাদেশের জন্য একটি বড় ধাক্কা, বিশেষ করে এত বড় স্কোর গড়ার পরেও ম্যাচ হারার ঘটনা টি-টোয়েন্টি ফরম্যাটে দলটির দুর্বল বোলিং ও ফিল্ডিংয়ের চিত্রই ফুটিয়ে তোলে।
সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামবে টাইগাররা।