নন্দীগ্রাম উপজেলা
ট্রেন্ডিং

নাশকতা মামলায় নন্দীগ্রামে সাংবাদিক ও আ’লীগ নেতা গ্রেপ্তার

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় নাশকতা মামলায় ফিরোজ কামাল ফারুক নামে এক সাংবাদিক ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৯ মে) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কাথম গ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়।

ফিরোজ কামাল দৈনিক কালের কণ্ঠ ও দৈনিক ভোরের দর্পণ পত্রিকার নন্দীগ্রাম প্রতিনিধি হিসেবে কাজ করতেন। একইসঙ্গে তিনি উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক পদেও রয়েছেন।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম বলেন, “ফিরোজ কামালের বিরুদ্ধে চারটি নাশকতা মামলা রয়েছে। দীর্ঘদিন তিনি ভারত ও ব্রাহ্মণবাড়িয়া এলাকায় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে কাথম গ্রামে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।”

গ্রেপ্তারের পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। প্রশাসন বলছে, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button