ইরানে হামলার প্রস্তুতি ইসরায়েলের, তেলের বাজারে ঝাঁকুনি

ইসরায়েল ইরানে পারমাণবিক স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে—এমন খবরের জেরে মধ্যপ্রাচ্যে সরবরাহ ব্যাঘাতের আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। বিশ্লেষকরা জানিয়েছেন, “এ ধরনের উত্তেজনা শুধু ইরানের তেল সরবরাহই নয়, বরং পুরো অঞ্চলের জ্বালানি প্রবাহকে হুমকির মুখে ফেলতে পারে।”
এরই মধ্যে বুধবার (২১ মে) সকালে তেলের দাম ব্যারেলপ্রতি ১.৫% পর্যন্ত বেড়েছে। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯৭ সেন্ট বা ১ দশমিক ৫ শতাংশ বেড়ে দাঁড়ায় ৬৬ দশমিক ৩৫ ডলারে। একই সময় যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম ৯৬ সেন্ট বা ১ দশমিক ৬শতাংশ বেড়ে দাঁড়ায় ৬২ দশমিক ৯৯ ডলারে।
সিএনএন একাধিক মার্কিন কর্মকর্তার বরাতে জানিয়েছে, ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে। তবে ইসরায়েল চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে কি না, তা নিশ্চিত নয়।
আইএনজি-এর কমোডিটি কৌশলবিদরা বলেছেন, দেশটির বিরুদ্ধে হামলা হলে বিশ্ববাজারে বড় ধরনের ঘাটতি তৈরি হতে পারে।
বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, পাল্টা প্রতিক্রিয়ায় ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে— এতে সৌদি আরব, কুয়েত, ইরাক এবং সংযুক্ত আরব আমিরাতের তেল রপ্তানি বন্ধ হতে পারে ।
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও তেহরানের মধ্যে বেশ কিছুদিন ধরে পরোক্ষ আলোচনা চললেও সাম্প্রতিক বক্তব্যে উভয় পক্ষের মধ্যে মতপার্থক্য স্পষ্ট। আইএনজি বলছে, “আলোচনা ফলপ্রসূ না হলে বাজারে আরও অস্থিরতা দেখা দিতে পারে।”
সূত্র: রয়টার্স