রাজনীতি

দুই উপদেষ্টার পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ইশরাক

বিএনপি নেতা ইশরাক হোসেন জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পদত্যাগ না করা পর্যন্ত রাজপথের আন্দোলন চলবে।

বৃহস্পতিবার (২২ মে) দুপুর ১টা ২ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই আহ্বান জানান। সেখানে তিনি লেখেন, “আন্দোলনকারী ভাইদের বলবো—এইসব মুলা দিয়ে গাধা বশ করা যায়, আমাদের না। দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টার পদত্যাগ না হওয়া পর্যন্ত চলবে, লড়াই চলবে। রাস্তা তো ছাড়বেন না, বরং আরও বিস্তৃত করতে হবে।”

অন্যদিকে, একই দিন হাইকোর্টে একটি রিট খারিজ করে দেওয়া হয়, যেখানে তাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চাওয়া হয়েছিল। বিচারপতি আকরাম হোসেন চৌধুরী এবং বিচারপতি দেবাশীষ রায়ের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। এর ফলে, ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ গ্রহণে আর কোনো আইনি বাধা থাকলো না।

ইতিমধ্যে, মেয়র হিসেবে শপথ নেওয়ার দাবিতে ইশরাকের সমর্থকরা কাকরাইলসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ করে আসছিলেন। হাইকোর্টের আদেশে তারা উচ্ছ্বাস প্রকাশ করলেও দুই উপদেষ্টার পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। এই প্রেক্ষাপটেই ইশরাক হোসেন তার সাম্প্রতিক ফেসবুক স্ট্যাটাসে আন্দোলন জোরদারের বার্তা দেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button