সেনানিবাসে আশ্রয়প্রাপ্ত ৬২৬ জনের তালিকা প্রকাশ, জানাল আইএসপিআর
আশ্রয়ে ছিলেন বগুড়ার এমপি, ডিসি, এসপি, ইউএনও

৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর নিরাপত্তা সংকটের মুখে ৬২৬ জন নাগরিককে সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার রাতে এক বিজ্ঞপ্তিতে আশ্রয়প্রাপ্তদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআরের তথ্যে বলা হয়, প্রাণনাশের আশঙ্কায় আশ্রয় নেওয়া এসব ব্যক্তির মধ্যে রয়েছেন—
২৪ জন রাজনৈতিক ব্যক্তিত্ব
৫ জন বিচারক
১৯ জন বেসামরিক প্রশাসনের কর্মকর্তা
৫১৫ জন পুলিশ সদস্য
বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা
১২ জন অন্যান্য শ্রেণিপেশার মানুষ
এবং ৫১ জন নারী ও শিশু
এর আগে ১৮ আগস্ট আইএসপিআরের এক বিবৃতিতে জানানো হয়েছিল, ৫ আগস্ট রাজনৈতিক অস্থিরতার জেরে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটে। এ অবস্থায় বিভিন্ন শ্রেণিপেশার নাগরিকরা নিজেদের নিরাপত্তার স্বার্থে সেনানিবাসে আশ্রয় প্রার্থনা করেন। সেনাবাহিনী বিচারবহির্ভূত ঘটনা রোধ এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে ৬২৬ জনকে নিরাপত্তা প্রদান করে।
পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে ৬১৫ জন নিজ উদ্যোগে সেনানিবাস ত্যাগ করেন। এদের মধ্যে অভিযোগ বা মামলার ভিত্তিতে ৪ জনকে আইনানুগ প্রক্রিয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে ৭ জন এখনও সেনানিবাসে অবস্থান করছেন।
আইএসপিআর জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় এবং নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছিল।