বগুড়া জেলাসোনাতলা উপজেলা
ট্রেন্ডিং

বগুড়ায় এমপির ভাই ও আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বগুড়ার শহরে সাবেরী আলম ছোটন নামে সোনাতলা উপজেলা আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

শুক্রবার (২৩ মে) সন্ধ্যায় শহরের নুরানী মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহারনামীয় পলাতক আসামী মোঃ সাবেরী আলম ছোটন (৪২) সোনাতলার দীঘিরপাড়া, গ্রামের বাসিন্দা এবং সোনাতলা উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক। এ ছাড়া সারিয়াকান্দি- সোনাতলা আসনের সাবেক এমপি সাহাদারা মান্নানের ফুপাত ভাই।

পুলিশ জানায়, বিরোধী ছাত্র আন্দোলনের ২টি মামলার এজাহারভুক্ত আসামি সাবেরী আলম ছোটন। এসব মামলায় তিনি পলাতক ছিলেন। আজ সন্ধ্যায় গোপন সংবাদের বগুড়া জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মোঃ রাজু কামালের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। অভিযানে নুরানী মোড় থেকে ছোটনকে গ্রেপ্তার করে পুলিশ।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, সাবেরী আলম ছোটন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩টি মামলাসহ ৬টি মামলা আদালতে বিচারাধীন আছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button