বগুড়ায় শুরু হচ্ছে মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট

বগুড়া স্পোর্টস রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে আগামীকাল রোববার (২৫ মে) শহীদ চান্দু স্টেডিয়ামে শুরু হচ্ছে ‘মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট–২০২৫’।
সকাল সাড়ে ৯টায় টুর্নামেন্টের উদ্বোধন করবেন বগুড়া পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাসুম আলী বেগ।
এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন বগুড়ায় কর্মরত স্থানীয় ও জাতীয় দৈনিক পত্রিকা , টেলিভিশন ও সরকার অনুমোদিত এবং নিবন্ধনে আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টালের শতাধিক সাংবাদিক।
সাংবাদিকদের নিয়ে গঠিত ৬টি দল এবারের টুর্নামেন্টে অংশ নিচ্ছেন। দলগুলোর নামকরণ করা হয়েছে ২০২৪ সালের জুলাই আন্দোলনে শহীদ হওয়া বগুড়ার ৬ ছাত্রনেতার নামে।
দলগুলো হলো:
শহীদ রাতুল একাদশ
শহীদ সিয়াম একাদশ
শহীদ আব্দুল মান্নান একাদশ
শহীদ শিমুল একাদশ
শহীদ সাব্বির একাদশ
শহীদ কমর উদ্দিন একাদশ
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে শহীদ সাব্বির একাদশ বনাম শহীদ কমর উদ্দিন একাদশ।
বেলা ১২টায় দ্বিতীয় ম্যাচে খেলবে শহীদ রাতুল একাদশ বনাম শহীদ সিয়াম একাদশ।
২৭ মে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।
আয়োজকরা জানিয়েছেন, শুধুই প্রতিযোগিতা নয়—এই আয়োজন শহীদ সাংবাদিক ও ছাত্রনেতাদের স্মরণ, বন্ধুত্ব এবং ঐক্যের প্রতীক হিসেবেও বিবেচিত হচ্ছে।
শুভেচ্ছা বার্তায় বগুড়া স্পোর্টস রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা মোঘল জানিয়েছেন, খেলাধুলার মাধ্যমে সাংবাদিকদের মাঝে সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নের উদ্দেশ্যেই এই আয়োজন।