আওয়ামী লীগবগুড়া জেলারাজনীতি
ট্রেন্ডিং

বগুড়ার নিষিদ্ধ আ. লীগ ও যুবলীগের শীর্ষ ৩ নেতা ঢাকায় গ্রেফতার

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও যুবলীগের বগুড়া জেলা শাখার শীর্ষ তিন নেতাকে রাজধানীর গুলিস্তান এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার (২৩ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল গুলিস্তানে অভিযান চালিয়ে তাদের আটক করে।


গ্রেফতারকৃতরা হলেন—জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু (৪৫), জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মাসরাফি হিরো (৩৫) এবং বগুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা আরিফুর রহমান আরিফ (৩৫)।

পুলিশ সূত্র জানায়, ২০২৪ সালের জুলাই-আগস্টে অনুষ্ঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বগুড়ায় সংঘটিত সহিংস ঘটনায় এই তিন নেতা সরাসরি জড়িত ছিলেন।

সে সময়ের ‘জুলাই আন্দোলন’-এর সময় ছাত্র হত্যাকাণ্ড, বিস্ফোরণ ও হামলার ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলার এজাহারে তাদের নাম উল্লেখ করা হয়েছিল।


অভিযোগ রয়েছে—তারা সক্রিয়ভাবে আন্দোলনবিরোধী দমনপীড়ন চালায় এবং সহিংসতা ছড়ানোর জন্য উসকানি দেন।

সূত্র আরও জানায়, তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন এবং ঢাকায় আত্মগোপনে থেকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে সক্রিয় ছিলেন। তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর মধ্যে রাষ্ট্রদ্রোহ ও দাঙ্গা সৃষ্টির অভিযোগ অন্যতম।

আজ শনিবার (২৪ মে) সকালে গ্রেপ্তারকৃতদের বগুড়ায় আনা হতে পারে এবং তাদের আদালতে হাজির করার প্রস্তুতি চলছে।

বগুড়া জেলা পুলিশ জানিয়েছে, “তিনজনই পলাতক আসামি ছিলেন। তারা আন্দোলনকালীন সময়ে ছাত্রদের ওপর হামলা ও সহিংসতা সংগঠনে সক্রিয় ভূমিকা পালন করেছেন। মামলাগুলো বিচারাধীন এবং তারা জামিন অযোগ্য। আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, ২০২৪ সালে দেশের বিভিন্ন স্থানে শুরু হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বগুড়ায় সহিংস রূপ নেয়। সে সময় আন্দোলনরত ছাত্রদের ওপর হামলায় কয়েকজন ছাত্র নিহত ও আহত হন। এসব ঘটনায় দায়ের হওয়া মামলাগুলোতে এই তিন নেতার নাম সরাসরি এজাহারে অন্তর্ভুক্ত করা হয়।

এই বিভাগের অন্য খবর

Back to top button