
বগুড়া জেলার শাজাহানপুর উপজেলায় অস্ত্র মামলায় শাজাহানপুর উপজেলা তাঁতী লীগের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ এএসএম ফেরদৌস (৪২) কে গ্রেফতার করেছে পুলিশ।
২০২৪ সালের ১লা নভেম্বর দায়েরকৃত শাজাহানপুর থানার মামলা নং-০১, জিআর নং-৩২৪/২০২৪, ধারা 19A The Arms Act, 1878 অনুযায়ী এজাহার নামীয় আসামি হিসেবে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।
গ্রেফতারকৃত ফেরদৌসের পিতা মৃত মাহবুবুর রহমান এবং মাতা রশিদা আক্তার বানু। তার স্থায়ী ঠিকানা বোহাইল, ইউনিয়ন পরিষদ খোট্রাপাড়া, থানা শাজাহানপুর, জেলা বগুড়া।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ২৫শে মে বিকাল ৬টা ৩০ মিনিটে মাঝিরা রেজিস্ট্রি অফিসের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।