
শেরপুরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের গাড়ি বহরে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে অন্তত ছয়জন সাংবাদিক আহত হয়েছেন।
রোববার (২৫ মে) দুপুরে জেলার শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, রিজওয়ানা হাসান একটি পরিবেশগত জরিপে অংশ নিতে সাংবাদিকদের সঙ্গে নিয়ে ওই এলাকায় যান। মাঠ পর্যায়ের কার্যক্রম শেষে ফেরার পথে হঠাৎ করে একদল লোক তার গাড়িবহরে হামলা চালায়। হামলাকারীরা গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং লাঠিসোটা নিয়ে তাণ্ডব চালায়।
হামলায় আহত সাংবাদিকদের মধ্যে কয়েকজন স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। কারও অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।
উল্লেখ্য, সৈয়দা রিজওয়ানা হাসান দেশের পরিবেশ আন্দোলনের একজন সুপরিচিত মুখ এবং দীর্ঘদিন ধরে গারো পাহাড়ে অবৈধ দখল ও বন উজাড়বিরোধী কার্যক্রমে সক্রিয় রয়েছেন।