খেলাধুলাবগুড়া জেলা
ট্রেন্ডিং

বগুড়ায় মিডিয়া কাপ ফাইনাল কাল: মুখোমুখি শহীদ শিমুল-রাতুল একাদশ

বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনাল ম্যাচ আগামীকাল মঙ্গলবার, ২৭ মে ২০২৫, সকাল ১০টায় শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে শহীদ শিমুল একাদশ ও শহীদ রাতুল একাদশ। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী প্রথম রাউন্ডে বিজয়ী তিনটি দল নিয়ে লটারি অনুষ্ঠিত হয়, যেখানে শহীদ শিমুল একাদশ সরাসরি ফাইনালে উন্নীত হয়। অন্যদিকে, শহীদ রাতুল একাদশ সেমিফাইনালে শহীদ সাব্বির একাদশকে ৮ উইকেটে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেয়।

একমাত্র সেমিফাইনাল ম্যাচে শহীদ সাব্বির একাদশ প্রথমে ব্যাট করে নির্ধারিত ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৮৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ১৮ রান করেন আব্দুস ছালাম, এবং দেলোয়ার করেন ১৭ রান। শহীদ রাতুল একাদশের আমিন ইসলাম এবং মনির একটি করে উইকেট শিকার করেন। জবাবে, শহীদ রাতুল একাদশ অরূপ রতনের ৩০ রানের ইনিংসে ভর করে ৪ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে। দলের পক্ষে স্বরণ ১৭ এবং আওয়াল অপরাজিত ১২ রান করেন। বিজয়ী দলের অরূপ রতন ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।

ফাইনাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার জেদান আল মুসা, পিপিএম, বগুড়া শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, বগুড়া শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল এবং বগুড়া পৌরসভার ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বগুড়া বাস মিনিবাস মালিক সমিতির দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক এরশাদুল বারী এরশাদ।

এই বিভাগের অন্য খবর

Back to top button