শাজাহানপুর উপজেলা
শাজাহানপুরে অস্ত্র ও বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবক লীগ কর্মী গ্রেফতার

বগুড়া জেলার শাজাহানপুর থানায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় মোঃ রাকিবুল ইসলাম (২৬) নামের একজন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সক্রিয় কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি শাহনগর ইউনিয়নের খোট্রাপাড়া এলাকার বাসিন্দা।
মামলা নং-০১, তারিখ ০১ নভেম্বর ২০২৪, জিআর নং-৩২৪/২০২৪ অনুযায়ী, রাকিবুল ইসলামের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইন, ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন এবং ১৮৬০ সালের দণ্ডবিধির ১৪৩, ৩২৩, ৩৪১, ৩২৪, ৩০৭, ৩০২ ও ১১৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
পুলিশ জানায়, ২৫ মে ২০২৫ তারিখ বিকাল ৫:৩০ মিনিটে শাহনগর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, মামলার তদন্ত চলমান রয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।