শাজাহানপুর উপজেলা

শাজাহানপুরে অস্ত্র ও বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবক লীগ কর্মী গ্রেফতার

বগুড়া জেলার শাজাহানপুর থানায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় মোঃ রাকিবুল ইসলাম (২৬) নামের একজন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সক্রিয় কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি শাহনগর ইউনিয়নের খোট্রাপাড়া এলাকার বাসিন্দা।

মামলা নং-০১, তারিখ ০১ নভেম্বর ২০২৪, জিআর নং-৩২৪/২০২৪ অনুযায়ী, রাকিবুল ইসলামের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইন, ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন এবং ১৮৬০ সালের দণ্ডবিধির ১৪৩, ৩২৩, ৩৪১, ৩২৪, ৩০৭, ৩০২ ও ১১৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

পুলিশ জানায়, ২৫ মে ২০২৫ তারিখ বিকাল ৫:৩০ মিনিটে শাহনগর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, মামলার তদন্ত চলমান রয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button