বগুড়ায় মিডিয়া কাপ ক্রিকেট টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন শহীদ শিমুল একাদশ
অলরাউন্ড পারফরম্যান্সে আল-আমিন ‘ম্যান অব দ্য টুর্ণামেন্ট’

বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে শহীদ শিমুল একাদশ। শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় তারা শহীদ রাতুল একাদশকে ৯ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে আল-আমিন হয়েছেন ম্যান অব দ্য ফাইনাল এবং ম্যান অব দ্য টুর্ণামেন্ট।

ম্যাচে শহীদ রাতুল একাদশ টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ১০ ওভারে ৭ উইকেটে ৭১ রান তোলে। দলের হয়ে এদিনও সর্বোচ্চ ৩৫ রান করেন তানজিজুল ইসলাম স্বরণ। শহীদ শিমুল একাদশের আল-আমিন ৩টি, মামুন, মীর হায়দার, রিয়াদ ও সাইফুল একটি করে উইকেট নেন।
৭২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শহীদ শিমুল একাদশ ৭.৩ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে জয় তুলে নেয়। আল-আমিন অপরাজিত ৩০ ও রিয়াদ অপরাজিত ২৩ রান করেন। ব্যাট ও বল হাতে অসাধারণ পারফরম্যান্সের জন্য আল-আমিনকে ‘ম্যান অব দ্য ফাইনাল’ ও ‘ম্যান অব দ্য টুর্ণামেন্ট’ ঘোষণা করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান, বগুড়া শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান, শহর বিএনপি সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, সদর উপজেলা বিএনপি সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, পৌরসভার সাবেক কাউন্সিলর এরশাদুল বারী এরশাদ, প্রেসক্লাব আহ্বায়ক ওয়াসিকুর রহমান বেচান, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গনেশ দাস ও সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ।
সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি মোস্তফা মোঘল। আরও উপস্থিত ছিলেন ক্রীড়া সংস্থার সদস্য সচিব তোছাদ্দেক হোসেন, জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন, সাবেক সাংবাদিক নেতৃবৃন্দ ও উভয় দলের খেলোয়াড়সহ বিপুল সংখ্যক মিডিয়াকর্মী।
ম্যাচ পরিচালনায় ছিলেন: খালেদ মাহমুদ রুবেল ও বিপুল।
স্কোরার: জি আর কানু।