আন্তর্জাতিক খবর

বিশ্ব স্বাস্থ্য সংস্থায় ফিলিস্তিনের পতাকা উত্তোলনের অনুমোদন

বিশ্ব স্বাস্থ্য সংস্থায় (WHO) এখন থেকে ফিলিস্তিনের জাতীয় পতাকা উত্তোলনের সুযোগ মিলেছে।

সোমবার (২৬ মে) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, সংস্থার বার্ষিক সম্মেলনে চীন, পাকিস্তান, সৌদি আরবসহ কয়েকটি রাষ্ট্র ফিলিস্তিনকে জাতীয় পতাকা উত্তোলনের অনুমতি দেওয়ার প্রস্তাব তোলে। প্রতীকী ভোটে প্রস্তাবটির পক্ষে ৯৫টি দেশ ভোট দেয়। বিরোধিতা করে জার্মানি, হাঙ্গেরি, চেক রিপাবলিকসহ কিছু দেশ। ২৭টি দেশ ভোটদানে বিরত থাকে।

সংখ্যাগরিষ্ঠ সমর্থন পাওয়ায় প্রস্তাবটি পাস হয়। ধারণা করা হচ্ছে, এ সিদ্ধান্ত ফিলিস্তিনের জন্য জাতিসংঘের বিভিন্ন সংস্থাসহ আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃতি পাওয়ার পথকে আরও সুগম করবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button