বগুড়া জেলাশিক্ষা
ট্রেন্ডিং

বগুড়ার মহিলা কলেজের নতুন নাম ‘সরকারি মজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজ’

বগুড়ার সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের নতুন নাম ‘সরকারি মজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজ’

বগুড়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ-এর নাম পরিবর্তন করেছে সরকার।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে বুধবার (২৮ মে) এই নাম পরিবর্তনের ঘোষণা দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, কলেজটির নতুন নাম হবে— সরকারি মজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজ, বগুড়া।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়ন পরিবীক্ষণ অধিশাখার নির্দেশনার আলোকে এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

১৯৬৩ সালের ৩১ জুলাই বগুড়ার সুবিল খালের পাড়ে তৎকালীন খ্যাতিমান শিল্পপতি ও শিক্ষানুরাগী মজিবর রহমান ভান্ডারী তার নিজস্ব জমিতে কলেজটি প্রতিষ্ঠা করেন। নারী শিক্ষার প্রসারের উদ্দেশ্যে গঠিত এই প্রতিষ্ঠানটি প্রায় ১৫ বছর বেসরকারি ভাবে পরিচালিত হওয়ার পর, ১ ফেব্রুয়ারি ১৯৭৮ সালে জাতীয়করণ করা হয়।

প্রতিষ্ঠাতা হিসেবে মজিবর রহমান ভান্ডারীর অবদান ঐতিহাসিক ও অনস্বীকার্য। তার সম্মানেই কলেজটির নামকরণ নতুনভাবে করা হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

নাম পরিবর্তনের খবরে কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক এবং স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। কেউ কেউ একে সময়োপযোগী এবং যথার্থ সিদ্ধান্ত হিসেবে দেখছেন, আবার কেউ কেউ দীর্ঘদিনের পরিচিত নামটি বদলে যাওয়ায় nostalgic অনুভব করছেন।

এদিকে, মরহুম মজিবর রহমান ভান্ডারী-এর উত্তরসূরি এবং পরিবারের সদস্যরা সরকারের এই সিদ্ধান্তকে সাদরে গ্রহণ করেছেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button