খেলাধুলা

ফারুকের অপসারণে আইসিসির নজর? বিসিবির ওপর শাস্তির শঙ্কা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সদ্য অপসারিত পরিচালক আকরাম খান ফারুক সহজে হাল ছাড়ছেন না। আইনি লড়াইয়ের প্রস্তুতি নেওয়ার পাশাপাশি তিনি ইতোমধ্যে পুরো বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) জানিয়ে দিয়েছেন।

আইসিসির নীতিমালায় সরকারি হস্তক্ষেপ নিষিদ্ধ

আইসিসি সবসময়ই জাতীয় বোর্ডে সরকারি হস্তক্ষেপের বিপক্ষে অবস্থান নেয়। অতীতে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বোর্ডে এমন হস্তক্ষেপের কারণে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা দিয়েছিল সংস্থাটি। তাই বিসিবিকেও এবার সম্ভাব্য শাস্তির মুখে পড়তে হতে পারে, এমনটাই শঙ্কা তৈরি হয়েছে ক্রিকেট অঙ্গনে।

অনাস্থা চিঠিই বিসিবির ‘ডিফেন্স’?

তবে বিসিবির হাতে রয়েছে একটি শক্ত যুক্তি—ফারুককে অপসারণের পেছনে বোর্ড পরিচালকদের অনাস্থা চিঠি। আকরাম খান ফারুক বাদে বাকি পরিচালকরা এই চিঠিতে স্বাক্ষর করায়, বিসিবি এটিকে অভ্যন্তরীণ প্রক্রিয়া হিসেবে ব্যাখ্যা করতে পারে।

এমনকি সেই অনাস্থার ভিত্তিতেই জাতীয় ক্রীড়া পরিষদ (NSC) ফারুকের কাউন্সিলর মনোনয়ন বাতিল করেছে বলে দাবি করছে বোর্ড।

আইসিসির দৃষ্টি কী বলবে?

আইসিসি এখনো এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে ফারুকের অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্তের আওতায় আসতে পারে। সেক্ষেত্রে বিসিবির অভ্যন্তরীণ প্রক্রিয়া মেনে অপসারণ দেখিয়ে নিষেধাজ্ঞা এড়ানো সম্ভব হতে পারে।

কে এই ফারুক?

জাতীয় দলে খেলেছেন: ১৯৮৮–১৯৯৯

আইসিসি ট্রফিতে বাংলাদেশ দলের অধিনায়ক: ১৯৯৪

বিসিবির প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন

সর্বশেষ বোর্ড পরিচালক হিসেবে কাজ করছিলেন

বিসিবিতে চলমান এই উত্তাপ নিয়ে দেশের ক্রিকেটে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এখন সবার নজর আইসিসির দিকে—তারা কী পদক্ষেপ নেয়, সেটাই নির্ধারণ করবে বিসিবির ভবিষ্যৎ পথচলা।

এই বিভাগের অন্য খবর

Back to top button