আইন ও অপরাধ
ট্রেন্ডিং

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি সম্প্রচার হবে শেখ হাসিনার বিচার

জুলাই গণহত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিচার কার্যক্রম রোববার (১ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি সম্প্রচার করা হবে।

শনিবার (৩১ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামীম।

তিনি জানান, রোববার আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগপত্র ট্রাইব্যুনালে দাখিল করা হবে। শুনানির সময় বিটিভির মাধ্যমে বিচার কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বলেও জানান তিনি।

এর আগে জাতীয় প্রেসক্লাবে ‘আন্তর্জাতিক গুম সপ্তাহ’ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জানান, জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় দায়ের করা মামলার বিচার কার্যক্রম ডিসেম্বরের মধ্যেই দৃশ্যমান হবে।

তাজুল ইসলাম বলেন, “এই বিচার এমনভাবে পরিচালিত হবে যাতে এর নিরপেক্ষতা নিয়ে কেউ প্রশ্ন তুলতে না পারে।”

এই বিভাগের অন্য খবর

Back to top button