ক্রিকেটখেলাধুলা

৫৭ রানে জিতল পাকিস্তান, সিরিজ হার বাংলাদেশের

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে হারের ক্ষত এখনো শুকায়নি, তার মধ্যেই পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হাতছাড়া করল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে বড় ব্যবধানে—৫৭ রানে—হারতে হয়েছে লাহোরে, যার ফলে এক ম্যাচ আগেই সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা।

৩০ মে, গাদ্দাফি স্টেডিয়ামে আগে ব্যাট করে ৬ উইকেটে ২০১ রান তোলে পাকিস্তান। তাদের হয়ে শাহিবজাদা ও নাওয়াজ ঝলক দেখান হাফ-সেঞ্চুরি করে, আর হারিস খেলেন একটি দ্রুতগতির ৪১ রানের ইনিংস।

লক্ষ্য তাড়ায় নেমে বাংলাদেশের শুরু ছিল আক্রমণাত্মক। তানজিদ হাসান প্রথম দুই ওভারে ৩১ রান তোলেন একাই। কিন্তু তৃতীয় ওভারের পর থেকেই ধসে পড়ে ব্যাটিং লাইনআপ। তানজিদ ৩৩ করে ফেরেন, পারভেজ হোসেন আউট হন মাত্র ৮ রানে।

৪৬ রানে দুই ওপেনার ফিরে যাওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে। লিটন দাস তার শততম ম্যাচে করেন মাত্র ৬, হৃদয় ৫, জাকের আলি কোনো রান না করেই ফিরে যান। শামীম ও রিশাদও ব্যর্থ।

অবস্থা কিছুটা সামাল দেন তানজিম সাকিব। তিনি ৩০ বলে ৫টি ছক্কা ও ১টি চারে অর্ধশতক হাঁকান। তার ইনিংসেই বাংলাদেশ হারের ব্যবধান কিছুটা কমাতে সক্ষম হয়। দলীয় স্কোর দাঁড়ায় ১৯ ওভারে ১৪৪ রান।

পাকিস্তানের হয়ে আবরার আহমেদ তুলে নেন ৩টি উইকেট।

এর আগে, ফিল্ডিংয়ে নেমে বাংলাদেশ শুরুটা ভালো করলেও (সাইম আইয়ুব ৪ রানে রান-আউট), শাহিবজাদা ও হারিসের ১০৩ রানের জুটি পাকিস্তানকে শক্ত ভিত দেয়। হারিস ফেরেন ৪১ রানে, কিন্তু শাহিবজাদা খেলেন ঝড়ো ৭৪ রানের ইনিংস, যেখানে ছিল ৬টি ছক্কা ও ৪টি চার।

নাওয়াজ ইনিংস শেষ করেন ২৬ বলে ৫১ রানে অপরাজিত থেকে। শেষে সালমান আগার ১৯ এবং শাদাব খান ৭ রান যোগ করলে দলীয় স্কোর পৌঁছায় ২০১-এ।

বাংলাদেশের হয়ে হাসান মাহমুদ ও তানজিম সাকিব নেন দুটি করে উইকেট।

সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১ জুন, একই মাঠে।

এই বিভাগের অন্য খবর

Back to top button