নারীকে লাথি মারা সেই জামায়াতের কর্মী গ্রেপ্তার

চট্টগ্রামে গণতান্ত্রিক ছাত্র জোটের কর্মসূচিতে হামলার ঘটনায় নারী ও এক যুবককে লাথি মারার অভিযোগে জামায়াতের কর্মী আকাশ চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১ জুন) বিকেলে নগরীর কোতোয়ালি থানা এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আকাশ চৌধুরী সাতকানিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নেচার উদ্দিন আহমদ চৌধুরীর ছেলে এবং তিনি ইসলামী ছাত্রশিবিরের সাবেক কর্মী। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, “জামালখানে গণতান্ত্রিক ছাত্র জোটের কর্মসূচিতে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় আকাশ চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।”
এর আগে, ২৮ মে বিকেলে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে কর্মসূচি পালন করে গণতান্ত্রিক ছাত্র জোট। ওই কর্মসূচিতে অংশ নিতে জোটের নেতাকর্মীরা সেখানে জড়ো হন। একপর্যায়ে ‘শাহবাগবিরোধী ঐক্য’ ব্যানারে একটি দল সেখানে এসে উপস্থিত হয়।
তখন দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়, যা ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, নগরীর জামালখান এলাকায় চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির সামনে আকাশ চৌধুরী প্রথমে এক যুবককে এবং পরে এক নারীকে পেছন থেকে লাথি মারেন।
এই ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় এখন পর্যন্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজন জামিনে মুক্তি পেয়েছেন, অন্যজন কারাগারে রয়েছেন।