
বগুড়া জেলা পুলিশের মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে ৩২ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার রাত ১২টা ৫ মিনিটে (০১/০৬/২০২৫ ইং) শিবগঞ্জ থানার মোকামতলা ইউনিয়নের মুরাদপুর গ্রামস্থ ‘মীর & রুবেল সিএনজি ফিলিং স্টেশন’-এর সামনে রংপুর-ঢাকা মহাসড়কে চেকপোস্ট পরিচালনাকালে এ অভিযান চালানো হয়।
এসময় ১টি ট্রাভেল ব্যাগ, ৩২ বোতল ফেনসিডিল এবং ১টি মোটরসাইকেল উদ্ধারসহ মো. শাকিল মাহমুদ (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তিনি দিনাজপুর জেলার বীরগঞ্জ থানাধীন সুজালপুর ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার পিতা মো. সাইফুল ইসলাম ও মাতা মোছা. সেলিনা আখতার।
জানা গেছে, গ্রেপ্তারকৃত শাকিল মাহমুদের বিরুদ্ধে ইতোমধ্যে তিনটি মাদক মামলা রয়েছে। নতুন করে আরও একটি মামলা রুজুর প্রক্রিয়া চলছে।
বগুড়া জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।