বগুড়া জেলারাজনীতি
ট্রেন্ডিং

বগুড়া-৪ আসনের জামায়াত মনোনীত সংসদ পদপ্রার্থী তায়েব আলীর ইন্তেকাল


বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, তিনবারের সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা তায়েব আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার সকাল ৬টার দিকে শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালের আইসিসিইউ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার নামাজে জানাজা আগামীকাল সোমবার সকাল ৯টায় কাহালু উপজেলার মালঞ্চা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

মাওলানা তায়েব আলী কাহালুর ঐতিহ্যবাহী কল্যাপাড়া আনোয়ারুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ছিলেন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সাবেক সদস্য এবং বগুড়া পশ্চিম জেলা জামায়াতের সাবেক আমির হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জামায়াতের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

এই বিভাগের অন্য খবর

Back to top button