
বগুড়ায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এক বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, তাজা গুলি, দেশীয় অস্ত্র ও নগদ অর্থসহ ৪ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে একজন নারীও রয়েছেন।
সোমবার দিবাগত রাত ২টা থেকে মঙ্গলবার সকাল ৭টা পর্যন্ত শহরের রেলওয়ে কলোনী এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালীন সেনাবাহিনীর সদস্যরা এলাকা ঘিরে রেখে তল্লাশি চালান এবং একাধিক বাড়িতে অভিযান পরিচালনা করেন।
অভিযানে উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে একটি তাজা গুলি, প্রায় ১ হাজার বোতল বাংলা চোলাই মদ, ২ কেজি গাঁজা, ২৫টি দেশীয় অস্ত্র এবং নগদ ১০ লাখ টাকা। এসব মাদকদ্রব্য ও অস্ত্র মজুদের সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে ৪ জনকে আটক করা হয়।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
বগুড়া শহরের রেলওয়ে কলোনী এলাকাটি দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসা ও চোরাচালানের ঘাঁটি হিসেবে পরিচিত। সেনাবাহিনীর এই অভিযানকে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন এবং নিয়মিত এমন উদ্যোগের আহ্বান জানিয়েছেন।