বগুড়া জেলা
ট্রেন্ডিং

বগুড়ায় ৬১ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় র‌্যাব-১২ এর অভিযানে অভিনব কায়দায় বহন করা ৬১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১ জুন) রাত ১১টার কিছু পরে উপজেলার রহবল এলাকায় এ অভিযান চালানো হয়।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২, সিপিএসসি বগুড়া জানতে পারে, একটি প্রাইভেট কারযোগে বিপুল পরিমাণ গাঁজা শিবগঞ্জ হয়ে পাচার করা হচ্ছে। এরপর দ্রুত গোয়েন্দা তৎপরতা চালিয়ে রাতে অভিযান চালিয়ে প্রাইভেট কারসহ ৩ জনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মো. মিলন বাবু (২৩), পিতা: সুলতান আলী, মো. সোহেল রানা (২৬), পিতা: মনছুর আলী, মো. সুজন বাদশা (২৪), পিতা: সুরুজ আলী।

তিনজনেরই বাড়ি লালমনিরহাট সদর উপজেলার ইটাপোতা এলাকায়।

র‌্যাব জানায়, এই তিনজন দীর্ঘদিন ধরে অভিনব কৌশলে মাদক পরিবহন করছিল। তারা দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে নিজ হেফাজতে রেখে বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।

অভিযান চালিয়ে র‌্যাব সদস্যরা ৬১ কেজি গাঁজা ও একটি নীল রঙের প্রাইভেট কার (ঢাকা মেট্রো-খ-১৩-১১৬০) জব্দ করে। পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পুলিশে হস্তান্তর করা হয়।

র‌্যাব-১২ জানিয়েছে, মাদকবিরোধী এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে। অপরাধ দমনে এবং মাদকমুক্ত সমাজ গঠনে র‌্যাবের কার্যক্রম অব্যাহত থাকবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button