জাতীয়
ট্রেন্ডিং

বাড়ছে রড-সিগারেট-মোবাইল ফোনসহ একাধিক পণ্যের দাম

জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর বদলে যাওয়া রাজনৈতিক বাস্তবতায় এবার সংসদের বাইরে পেশ হচ্ছে বাংলাদেশের ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট। দেশের ৫৪তম এই বাজেট অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে প্রথম। বর্তমান সরকারের লক্ষ্য—মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা।

আজ সোমবার (২ জুন) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে বাজেট অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এবারের বাজেটে মোট সরকারি ব্যয় ধরা হয়েছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা, যা গত বছরের তুলনায় কিছুটা কম। বাজেটে কিছু খাতে শুল্ক ও কর বাড়ানোর ফলে একাধিক পণ্যের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

যেসব পণ্যের দাম বাড়তে পারে
নতুন প্রস্তাবিত ভ্যাট ও শুল্ক বৃদ্ধির কারণে বাজারে যেসব পণ্যের দাম বাড়তে পারে, তার একটি তালিকা নিচে দেওয়া হলো:

নির্মাণ খাত
রড ও স্টিল: ভ্যাট বৃদ্ধি পাওয়ায় নির্মাণ খাতে ব্যয় বাড়বে।

ইলেকট্রনিকস
এসি ও ফ্রিজ

মোবাইল ফোন (দেশীয়ভাবে সংযোজিত)

মোটরসাইকেল ও সাইকেলের যন্ত্রাংশ

তামাক ও সিগারেট
সিগারেট: শুল্ক ও সম্পূরক শুল্ক বৃদ্ধির কারণে দাম বাড়বে।

কসমেটিকস ও প্লাস্টিক
কসমেটিকস পণ্য

ওয়ান টাইম প্লাস্টিক (যেমন: প্লাস্টিক কাপ, চামচ, প্লেট)

ব্লেড, টেবিলওয়্যার

বস্ত্র ও গৃহস্থালি
দেশে তৈরি সুতা

মার্বেল ও গ্রানাইট

বিদেশি চকলেট ও খেলনা

হেলিকপ্টার (ব্যক্তিগত ও বাণিজ্যিক প্রয়োজনে আমদানিকৃত)

অন্যান্য যন্ত্রাংশ যেগুলোর দাম বাড়ছে (শুল্ক বৃদ্ধির কারণে)
তারকাঁটা

স্ক্রু, নাট-বোল্ট

ইলেকট্রিক লাইন হার্ডওয়্যার

পোল ফিটিংস

দরজার তালা

তামাক বীজ

নতুন অর্থবছরের বাজেটে একদিকে যেমন ভর্তুকি ও কর রেয়াতে স্বস্তি আনা হয়েছে কিছু গুরুত্বপূর্ণ খাতে (যেমন কৃষি, স্বাস্থ্য, শিল্প), তেমনি রাজস্ব আয় বাড়াতে ভোক্তা পর্যায়ে জনপ্রিয় বেশ কিছু পণ্যে বাড়ানো হয়েছে ভ্যাট ও শুল্ক। ফলে বাজারে পণ্যমূল্য বাড়ার চাপ সৃষ্টি হতে পারে, যা সরাসরি সাধারণ মানুষের ওপর প্রভাব ফেলবে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই বাজেট রাজস্ব বাড়ানোর বাস্তবমুখী চেষ্টা হলেও, ভোক্তা ব্যয়ের ওপর চাপ বাড়াতে পারে—বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্নআয়ের জনগণের জন্য এটি এক ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button