আইন ও অপরাধ

সারা দেশের ২৫৩ জন জজকে বদলি

বিচার প্রশাসনকে ঢেলে সাজানোর অংশ হিসেবে সারা দেশের নিম্ন আদালতের ২৫৩ জন জজকে বদলি করেছে সরকার।

সোমবার (২ জুন) পৃথক আদেশে আইন মন্ত্রণালয় তাদের বদলি করেছে।

বদলির আদেশ পেয়েছেন ৩০ জন জেলা ও দায়রা জজ, ৩৮ জন অতিরিক্ত জেলা ও দায়রা জজ, ২৩ জন যুগ্ম জেলা ও দায়রা জজ এবং ১৬২ জন সিনিয়র সহকারী জজ।

এছাড়া ১২ জন সিনিয়র সহকারী জজকে পৃথক একটি প্রজ্ঞাপনের মাধ্যমে যুগ্ম জেলা দায়রা জজ হিসেবে পদোন্নতি দেয়া হয়েছে।

সূত্র : ইউএনবি

এই বিভাগের অন্য খবর

Back to top button