বিশ্ব সাইকেল দিবস আজ

আজ বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব সাইকেল দিবস। পরিবেশবান্ধব, স্বাস্থ্যসম্মত এবং সহজলভ্য একটি যাতায়াতের মাধ্যম হিসেবে সাইকেলের গুরুত্ব তুলে ধরতেই প্রতিবছর ৩ জুন এই দিবসটি উদযাপন করা হয়।
জাতিসংঘ ২০১৮ সালে এই দিনটিকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়, যাতে করে বিশ্বজুড়ে মানুষ সাইকেল ব্যবহারে উৎসাহিত হয় এবং পরিবেশ রক্ষায় অংশ নিতে পারে।
সাইকেল মিছিল ও সচেতনতামূলক কর্মসূচি
দিবসটি উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে আজ সকাল থেকেই সাইকেল র্যালি, সচেতনতামূলক আলোচনা ও কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন বেসরকারি সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাইক্লিস্ট কমিউনিটি এসব আয়োজনে অংশগ্রহণ করে।
র্যালিতে অংশগ্রহণকারীরা বলেন, “সাইকেল শুধু শরীরচর্চার মাধ্যম নয়, এটি একটি টেকসই ও পরিবেশবান্ধব যানবাহন। শহরের যানজট কমাতেও এর জুড়ি নেই।”
স্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় গুরুত্ব
বিশেষজ্ঞরা বলছেন, সাইকেল ব্যবহার বাড়লে একদিকে যেমন স্বাস্থ্য ভালো থাকে, অন্যদিকে জ্বালানি নির্ভরতা কমে যায় এবং বায়ুদূষণ হ্রাস পায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিদ অধ্যাপক আনোয়ারুল হক বলেন, “সাইকেলকে মূলধারার যাতায়াত হিসেবে প্রমোট করতে হলে আলাদা বাইসাইকেল লেন ও নিরাপদ অবকাঠামোর প্রয়োজন।”
নগর পরিকল্পনায় সাইকেলের স্থান নিশ্চিতের দাবি
সাইকেল ব্যবহারকারী এবং পরিবেশবাদী সংগঠনগুলোর দাবি, নগর উন্নয়ন পরিকল্পনায় সাইকেল চলাচলের জন্য পৃথক লেন ও পার্কিং স্পেস অন্তর্ভুক্ত করা হোক।
বিশ্ব সাইকেল দিবসের মূল বার্তা হলো— “প্যাডেল চালান, জীবন বাঁচান”। এই দিনটি শুধুমাত্র উদযাপনের জন্য নয়, বরং সচেতন হয়ে প্রতিদিনের জীবনে সাইকেলের ব্যবহারকে উৎসাহিত করার একটি সুযোগ।