
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র।
বুধবার (৪ জুন) ভোর রাত ১টা ৪৫ মিনিটে রংপুর-ঢাকা মহাসড়কের মুরাদপুর এলাকার মীর অ্যান্ড রুবেল সিএনজি ফিলিং স্টেশনের সামনে এই অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—
১. মো. গোলাম আযম (২৮), পিতা: মো. আয়নাল হক, মাতা: মোছা. আলেয়া বেগম
২. মো. গোলাম রাব্বানী (৩১), পিতা: মো. নজরুল ইসলাম, মাতা: মৃত রাবেয়া খাতুন
উভয়ের বাড়ি রতনপুর, রায়গঞ্জ ইউনিয়ন, থানা-নাগেশ্বরী, জেলা-কুড়িগ্রাম।
পুলিশ জানায়, অভিযানের সময় তাদের কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা গাঁজা পরিবহনের কথা স্বীকার করেছেন। গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধেই পূর্বে একটি করে মামলা রয়েছে।
তাদের বিরুদ্ধে নতুন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশ জানায়, মাদকবিরোধী এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।