ক্রিকেটখেলাধুলা

১৮ বছরের অপেক্ষার অবসান: আইপিএল চ্যাম্পিয়ন বেঙ্গালুরু

কোহলির স্বপ্ন পূরণ


১৮ বছরের দীর্ঘ প্রতীক্ষার পর, অবশেষে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ট্রফি জিতলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। মঙ্গলবার রাতে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত শ্বাসরুদ্ধকর ফাইনালে তারা পাঞ্জাব কিংসকে ৬ রানে হারিয়ে প্রথমবারের মতো আইপিএলের শিরোপা নিজেদের করে নেয়।

ম্যাচের শুরুতেই টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় RCB। দলের ওপেনার ও আইকন খেলোয়াড় বিরাট কোহলি করেন ৪৩ রান, যার ওপর ভিত্তি করে বেঙ্গালুরু দল ২০ ওভারে সংগ্রহ করে ১৯০ রান ৯ উইকেট হারিয়ে। মিডল অর্ডারে গ্লেন ম্যাক্সওয়েল ও রজত পাতিদার দ্রুত রান তুলে দলের স্কোর এগিয়ে নিয়ে যান।

জবাবে ব্যাট করতে নেমে পাঞ্জাব কিংসের ইনিংস শুরুটা ছিল ধীরগতির। যদিও শশাঙ্ক সিংয়ের দুর্দান্ত ৬১ রানের ইনিংস পাঞ্জাবকে জয়ের কাছাকাছি নিয়ে যায়, তবে শেষদিকে RCB-এর বোলারদের নিয়ন্ত্রিত বোলিং সেই সম্ভাবনায় জল ঢেলে দেয়। ভুবনেশ্বর কুমার ও ক্রুনাল পান্ডিয়া বোলিংয়ে দারুণ দক্ষতা দেখান, যার ফলে পাঞ্জাব থেমে যায় ১৮৪ রানে।

কোহলির স্বপ্ন পূরণ

২০০৮ সাল থেকে RCB-এর সঙ্গে যুক্ত থাকা বিরাট কোহলি ম্যাচ শেষে আবেগাপ্লুত হয়ে পড়েন। দীর্ঘ ১৭ বছরের আইপিএল যাত্রার পর অবশেষে তিনি ট্রফির স্বাদ পেলেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন,
“আজ রাতে আমি শিশুর মতো শান্তিতে ঘুমাতে পারব। এটা আমার জন্য শুধু একটি ম্যাচ নয়, একটি স্বপ্নপূরণ।”

RCB ভক্তদের জন্য ঐতিহাসিক রাত

এতদিন ‘চ্যাম্পিয়নশিপহীন’ দলের তকমা মাথায় নিয়ে এগিয়ে চলা RCB এবার প্রমাণ করলো যে, অধ্যবসায় এবং দলগত প্রচেষ্টাই সবকিছু। সারা বিশ্বের কোটি কোটি RCB ভক্তদের জন্য এই জয় শুধু আনন্দ নয়, এক বিশাল গর্বের বিষয়।

সংক্ষিপ্ত স্কোরকার্ড:

RCB: ১৯০/৯ (২০ ওভার)
পাঞ্জাব কিংস: ১৮৪/৭ (২০ ওভার)
ফলাফল: RCB ৬ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: ভুবনেশ্বর কুমার

এই বিভাগের অন্য খবর

Back to top button