বগুড়া জেলা
ট্রেন্ডিং

বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. বিপুল চন্দ্র রায় আর নেই

নিজস্ব প্রতিবেদক: বিশিষ্ট চক্ষু চিকিৎসক ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের চক্ষু বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক ডা. বিপুল চন্দ্র রায় আর নেই।


আজ বুধবার (৫ জুন) সকাল ১০টা ৪০ মিনিটে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর।

শজিমেক হাসপাতালের চক্ষু বিভাগের সহকারী অধ্যাপক ডা. পল্লব সেন জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ডা. বিপুল চন্দ্র রায় ছিলেন চিকিৎসা পেশায় অত্যন্ত দক্ষ ও সুনামধন্য একজন চক্ষু বিশেষজ্ঞ। দীর্ঘদিন ধরে তিনি বগুড়ার চেলোপাড়ার ‘অরবিন্দ আই কেয়ার’ চক্ষু হাসপাতালে নিয়মিত রোগী দেখতেন। তাঁর মৃত্যুতে চিকিৎসক সমাজ, সহকর্মী, রোগী ও শুভানুধ্যায়ীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ডা. রায়ের মৃত্যুতে বিভিন্ন মহল থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। তাঁকে একজন নিষ্ঠাবান ও মানবিক চিকিৎসক হিসেবে স্মরণ করছেন সবাই।

এই বিভাগের অন্য খবর

Back to top button