
গত কয়েকদিনে বাংলাদেশসহ বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রাদুর্ভাব আবারও চোখে পড়ার মতোভাবে বেড়েছে। এবার এই ভাইরাসে আক্রান্ত হলেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার।
শনিবার এক বিবৃতিতে নেইমারের ক্লাব সান্তোস জানিয়েছে, কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ ধরা পড়েছে নেইমারের, বর্তমানে তিনি নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।
সান্তোস ক্লাবের বিবৃতিতে বলা হয়েছে, “গত ৫ জুন, বৃহস্পতিবার থেকে নেইমারের শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। এরপর ক্লাবের মেডিক্যাল টিমের পরামর্শে তার নমুনা পরীক্ষা করা হয় এবং পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে। উপসর্গ দেখা দেওয়ার পর থেকেই তিনি ক্লাবের সব কার্যক্রম থেকে বিরত রয়েছেন। বর্তমানে তিনি নিজ বাড়িতে বিশ্রামে রয়েছেন এবং চিকিৎসকদের পরামর্শ অনুসারে চিকিৎসা নিচ্ছেন।”
এটি দ্বিতীয়বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হলেন নেইমার। এর আগে ২০২১ সালের মে মাসে, পিএসজির খেলোয়াড় থাকাকালে তিনি প্রথমবার কোভিড-১৯ এ আক্রান্ত হন। সে সময় প্রায় চার মাস তাকে আইসোলেশনে থাকতে হয়েছিল।
২০২৩ সালে পিএসজি ছাড়ার পর সৌদি ক্লাব হয়ে বর্তমানে ব্রাজিলের ক্লাব সান্তোসে ফিরেছেন নেইমার। তবে ইনজুরি ও ফর্মহীনতা এখনও তার সঙ্গ ছাড়ছে না।