জাতীয়
ট্রেন্ডিং

দেশে আবারও করোনার হানা, পরীক্ষা শুরু হচ্ছে হাসপাতালগুলোতে

করোনা সংক্রমণ ফের বাড়তে থাকায় সীমিত পরিসরে আবারও করোনা পরীক্ষার ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রাথমিক পর্যায়ে যেসব মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালে আরটি-পিসিআর ল্যাব রয়েছে, সেগুলোতেই এই পরীক্ষা শুরু হবে।

বুধবার (১১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক হালিমুর রশীদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সংশ্লিষ্ট হাসপাতালগুলোকে করোনা পরীক্ষার প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

অধ্যাপক হালিমুর রশীদ আরও বলেন, “স্থানীয় কোম্পানিগুলো থেকে পরীক্ষার কিট সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি বিদেশ থেকেও কিট আমদানির জন্য সেন্ট্রাল মেডিকেল স্টোরস ডিপোকে (সিএমএসডি) নির্দেশ দেওয়া হয়েছে।”
তার মতে, আগামী ১০ দিনের মধ্যে সীমিত পরিসরে করোনা পরীক্ষা পুনরায় চালু করা সম্ভব হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, কেবল উপসর্গযুক্ত রোগী এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্বাচিত ব্যক্তিদের ক্ষেত্রেই এই পরীক্ষা প্রযোজ্য হবে। উপসর্গের মধ্যে রয়েছে—

জ্বর

কাশি

শ্বাসকষ্ট

পরিস্থিতির অবনতি হলে পরীক্ষার পরিধি বাড়ানোর কথাও জানান হালিমুর রশীদ।

সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ১০১ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে, যা তুলনামূলকভাবে উচ্চ শনাক্ত হারের ইঙ্গিত দেয়।

এছাড়া, ৯ জুন স্বাস্থ্য অধিদপ্তর থেকে মাস্ক পরা বাধ্যতামূলক করার পাশাপাশি বিমানবন্দর ও অন্যান্য প্রবেশপথে হেলথ স্ক্রিনিং চালু রাখার নির্দেশনা দেওয়া হয়।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, সংক্রমণ বৃদ্ধির বর্তমান ধারা অব্যাহত থাকলে দেশে আবারও ভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে। সে প্রেক্ষিতেই আগাম সতর্কতা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যেসব হাসপাতালে প্রাথমিকভাবে পরীক্ষা চালু হবে:

ঢাকা মেডিকেল কলেজ

মুগদা জেনারেল হাসপাতাল

চট্টগ্রাম মেডিকেল কলেজ

রাজশাহী

খুলনা

বরিশাল

সিলেট

ময়মনসিংহ বিভাগের হাসপাতালগুলো

শুধুমাত্র যেসব হাসপাতালে আরটি-পিসিআর ল্যাব রয়েছে, সেগুলোতেই প্রাথমিকভাবে করোনা পরীক্ষা চালু থাকবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button