খেলাধুলাফুটবল

ভিনির গোলে জয়, ২০২৬ বিশ্বকাপে ব্রাজিল

আনচেলত্তির অধীনে প্রথম জয়

আনচেলত্তির কোচিংয়ে প্রথম জয়ের দেখা পেল ব্রাজিল। বুধবার (১১ জুন) বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে সাও পাওলোতে প্যারাগুয়েকে ১-০ গোলে হারায় সেলেসাওরা। একমাত্র গোলটি করেন ভিনিসিউস জুনিয়র।

ইকুয়েডরের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে আনচেলত্তির যাত্রা শুরু হলেও দ্বিতীয় ম্যাচেই জয় তুলে নিল ব্রাজিল। প্রথমার্ধের শেষ মুহূর্তে মাতেউস কুনিয়ার পাস থেকে গোল করেন ভিনিসিউস, যা ম্যাচের ফল নির্ধারণ করে দেয়।

পুরো ম্যাচে দাপট দেখায় ব্রাজিল। একের পর এক আক্রমণে কোণঠাসা করে রাখে প্যারাগুয়েকে। দ্বিতীয়ার্ধেও আক্রমণ অব্যাহত থাকলেও ব্যবধান বাড়াতে পারেনি স্বাগতিকরা।

তবে দুশ্চিন্তার খবর হলো, গোলদাতা ভিনিসিউস ম্যাচের ৭৮তম মিনিটে ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন। তার বদলি হিসেবে নামেন রিচার্লিসন।

এই জয়ে কনমেবল অঞ্চল থেকে ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করেছে ব্রাজিল। ১৬ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে তারা উঠে এসেছে তিন নম্বরে। অঞ্চলটির শীর্ষ ছয় দল সরাসরি বিশ্বকাপের টিকিট পায়, ফলে বাকি ম্যাচগুলো হারলেও ব্রাজিল টেবিলের ছয়ের নিচে নেমে যাবে না।

এই বিভাগের অন্য খবর

Back to top button