জাল টাকায় গরু বিক্রেতার ওমরাহর দায়িত্ব নিলেন অপু বিশ্বাস

নাটোরের সিংড়া উপজেলার বৃদ্ধ রইস উদ্দিন কোরবানির ঈদ উপলক্ষে একটি গরু পালন করেন। আশায় ছিলেন ঢাকায় এনে ভালো দামে বিক্রি করবেন। সেই উদ্দেশ্যে রাজধানীর উত্তরা দিয়াবাড়ি হাটে গরুটি নিয়ে যান। সেখানে ১ লাখ ২৩ হাজার টাকায় গরুটি বিক্রি করলেও কিছুক্ষণ পরেই বুঝতে পারেন, তিনি বড় ধরনের প্রতারণার শিকার হয়েছেন—ক্রেতা তাকে পুরো অর্থ জাল নোটে পরিশোধ করেছেন।
জাল টাকা বুঝতে পেরে হাটেই কান্নায় ভেঙে পড়েন রইস উদ্দিন। উপস্থিত কেউ সেই হৃদয়বিদারক মুহূর্তের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে তা মুহূর্তেই ভাইরাল হয়। ভিডিওটি দেখে অনেকেই বৃদ্ধের পাশে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেন। তাঁদের মধ্যেই আছেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস।
জানা যায়, আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে অপু বিশ্বাস রইস উদ্দিনের সঙ্গে যোগাযোগ করেন। পরবর্তীতে বিভিন্ন মানুষের সহযোগিতায় তিনি গরুর বিক্রির পুরো অর্থ অনুদান হিসেবে ফেরত পান।
এখানেই থেমে থাকেননি অপু বিশ্বাস। রইস উদ্দিনের দীর্ঘদিনের ইচ্ছা ওমরাহ পালনের বিষয়টি জানতে পেরে অপু বিশ্বাস ঘোষণা দেন—ওমরাহর যাবতীয় খরচ তিনি ব্যক্তিগতভাবে বহন করবেন। আর যদি তিনি এই মুহূর্তে ওমরাহ করতে না চান, তাহলে ৫০ হাজার টাকা নগদ অর্থ সহায়তা দেওয়া হবে, যাতে তিনি নতুন করে গরু কিনে ব্যবসা শুরু করতে পারেন কিংবা প্রয়োজনীয় কাজে ব্যবহার করতে পারেন।
এ বিষয়ে অপু বিশ্বাস বলেন,
“ফেসবুকে চাচার ভিডিওটি দেখে খুবই কষ্ট পেয়েছি। উনারা অনেক কষ্ট করে একটি গরু লালন-পালন করেন। ভিডিওটি দেখার পরই খোঁজ নিতে শুরু করি। পরে জানতে পারি, উনার গরুর বিক্রির টাকা ইতোমধ্যে বিভিন্ন মানুষের সহায়তায় উঠে এসেছে।”
তিনি আরও বলেন,
“পরে জানতে পারি চাচার ইচ্ছে ওমরাহ করা। আমি সিদ্ধান্ত নিয়েছি, সেই ইচ্ছা পূরণে পাশে থাকব। উনি আমার বাবার বয়সী। আমি যদি তার মেয়ে হতাম, তাহলে এমনটাই করতাম। আমি চাই উনি আমার জন্য, আমার সন্তানের জন্য দোয়া করুন—এটাই আমার প্রার্থনা।”