আন্তর্জাতিক খবর

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রশ্নে মুখ খুললেন জসওয়াল

ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে কি না, আবারও এমন প্রশ্ন উঠেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে।

বৃহস্পতিবার (১২ জুন) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসংক্রান্ত প্রশ্নের উত্তর দিয়েছেন রণধীর জসওয়াল।

ব্রিফিংয়ে একজন সাংবাদিক ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের কাছে প্রশ্ন করেন যে, বাংলাদেশ দাবি করছে দেশটি শেখ হাসিনাকে ফেরত চায়। এ জন্য বাংলাদেশের পক্ষ থেকে ভারতের কাছে পত্র পাঠানো হয়েছে। কিন্তু ভারত এ বিষয়ে বাংলাদেশকে কোনো উত্তর দিচ্ছে না।

জবাবে রণধীর জসওয়াল ‘শেখ হাসিনা’ প্রসঙ্গে কোনো কথা না বলে জানান, বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক অনেক ভালো। আমরা বাংলাদেশের সঙ্গে আরো সুদৃঢ় ও ইতিবাচক সম্পর্ক চাই; যা দুই দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button