ইরানে সামরিক ও পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলা

তেহরান ও অন্যান্য গুরুত্বপূর্ণ সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
শুক্রবার ভোররাতে চালানো এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জানান, ‘অপারেশন রাইজিং লায়ন’-এর অংশ হিসেবে এই হামলা পরিচালিত হয়েছে।
লাইভ প্রতিবেদনে বিবিসি ও আল জাজিরা জানায়, স্থানীয় সময় ভোর ৪টায় তেহরানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। হামলার পরপরই ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী অভিযানের সত্যতা নিশ্চিত করেন এবং দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, তেহরানের আবাসিক এলাকাগুলোতেও হামলা চালানো হয়েছে। এতে নারী ও শিশুসহ বহু বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান হোসেইন সালামি।
এছাড়া ইসরায়েলের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে জানা গেছে, ইরানের দুইজন শীর্ষস্থানীয় পারমাণবিক বিজ্ঞানীও এই হামলায় প্রাণ হারিয়েছেন।
ঘটনার পরপরই ইরান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ।