জাতীয়
তারেক রহমানের হাত ধরেই ড. ইউনূস বললেন- “খুব ভালো লাগছে”

লন্ডনের পার্ক লেনের ডোরচেস্টার হোটেলে বৈঠকে বসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (১৩ জুন) স্থানীয় সময় সকাল ৯টায় (বাংলাদেশ সময় দুপুর ২টা) এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের শুরুতে হোটেলে পৌঁছে অধ্যাপক ইউনূস ও তারেক রহমান একে অপরকে শুভেচ্ছা জানান এবং কুশল বিনিময় করেন। করমর্দনের সময় তারেক রহমান ড. ইউনূসকে জিজ্ঞেস করেন, “কেমন আছেন?” উত্তরে ইউনূস বলেন, “এই যাচ্ছে, কেটে যাচ্ছে।” এরপর তিনি যোগ করেন, “খুব ভালো লাগছে।” তার জবাবে তারেক রহমান বলেন, “আমারও ভীষণ ভালো লাগছে। আই ফিল অনার্ড।”