শাজাহানপুর উপজেলা
ট্রেন্ডিং

নানার বাড়ি বেড়াতে গিয়ে নদীতে গোসলে নেমে প্রাণ হারাল বগুড়ার তমাল

সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার তিন দিন পর উদ্ধার করা হলো বগুড়ার শাজাহানপুরের কলেজছাত্র মেরাজুল ইসলাম তমাল (১৮)-এর মরদেহ।

শুক্রবার (১৩ জুন) সকাল ৯টার দিকে কাজিপুর উপজেলার মেঘাই ঘাট এলাকায় যমুনা নদী থেকে তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

তমাল বগুড়ার শাজাহানপুর উপজেলার জামালপুর গ্রামের হারুনুর রশিদের ছেলে এবং বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। নিখোঁজ হওয়ার আগে তিনি ইসলামি ছাত্র শিবিরের স্থানীয় ওয়ার্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

জানা গেছে, গত বুধবার (১১ জুন) সকালে বাবা-মা ও পরিবারের সদস্যদের সঙ্গে কাজিপুরের মেঘাই ঘাট এলাকায় নানাবাড়ি বেড়াতে যান তমাল। সেখানে মামাতো ভাইয়ের সঙ্গে যমুনা নদীতে গোসলে নামলে কিছু সময় পর তিনি পানিতে ডুবে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘ সময় তল্লাশি চালালেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

শেষ পর্যন্ত, শুক্রবার সকাল ৯টার দিকে ডুবে যাওয়ার স্থানেই ভেসে ওঠে তমালের মরদেহ। পরে স্থানীয়রা তা উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেন।

তমালের আকস্মিক মৃত্যুর খবরে জামালপুর গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button