আন্তর্জাতিক খবর

এবার যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সকে সতর্ক করলো ইরান

তেহরানে সম্ভাব্য প্রতিশোধমূলক হামলা ঠেকাতে ইসরায়েলকে সহায়তা না করতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সকে কড়া ভাষায় সতর্ক করেছে ইরান। আজ শনিবার দেশটির সরকার এক বিবৃতিতে জানায়, যদি কোনো দেশ ইসরায়েলকে সাহায্য করে, তাহলে সেই দেশের পারস্য উপসাগরীয় ঘাঁটি, আঞ্চলিক সামরিক স্থাপনা, জাহাজ ও নৌবাহিনীকে লক্ষ্য করে আঘাত হানা হবে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরও জানিয়েছে, তেহরান এ তিন দেশের যেকোনো ধরনের সহায়তাকে যুদ্ধ ঘোষণার সামিল হিসেবে বিবেচনা করবে এবং তার প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যে অবস্থিত সামরিক ঘাঁটি ও জাহাজগুলোকে টার্গেট করা হবে।

এদিকে, ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনজনে। দেশটির গণমাধ্যম জানিয়েছে, হামলায় আরও একজন নিহত হয়েছেন। বিরোধী দলের নেতা ইয়ার ল্যাপিড এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেন, “ইসরায়েলের জন্য এটি ছিল এক কঠিন রাত।”

এই বিভাগের অন্য খবর

Back to top button