সারাদেশ

দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষে ৫ জন নিহত

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ছয়জন।

শনিবার (১৪ জুন) ভোররাত ৩টার দিকে উপজেলার নূরজাহানপুর এলাকায় দিনাজপুর-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

ঘোড়াঘাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স জানায়, “রাত ৩টার কিছু পরে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, তিনজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত অবস্থায় উদ্ধার করা আটজনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও দুজন মারা যান।”

নিহতদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন তামান্না আক্তার (২২), পিতা হাসেম আলী এবং আমিনুল ইসলাম (৩৫)।

আহত ছয়জনকে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button