দেশ ছেড়ে পালিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু: রিপোর্ট

ইরানের বিরুদ্ধে সামরিক হামলার পর ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে একটি ‘অজানা’ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরাইলের হিব্রু সংবাদমাধ্যম চ্যানেল-১২। তাদের প্রকাশিত ছবিতে দেখা যায়, দু’টি যুদ্ধবিমান নেতানিয়াহুর বিমানকে পাহারা দিয়ে ইসরাইলি নিয়ন্ত্রিত অঞ্চলের বাইরে নিয়ে যাচ্ছে।
চ্যানেল-১২–এর খবরে আরও দাবি করা হয়েছে, নেতানিয়াহুকে বহনকারী বিমানটি পরে গ্রিসের রাজধানী এথেন্সে অবতরণ করেছে।
তেল আবিব থেকে বার্তা সংস্থা এএফপি এ তথ্য নিশ্চিত করেছে।
গতকাল শুক্রবার ভোর থেকে ইসরাইল তেহরানসহ ইরানের একাধিক শহরে ধারাবাহিকভাবে সামরিক হামলা চালায়। হামলার পর ইরানের সশস্ত্র বাহিনী প্রতিশোধ নেওয়ার প্রস্তুতি শুরু করে। এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই নেতানিয়াহুর ‘অজানা’ গন্তব্যে চলে যাওয়ার খবর সামনে আসে।
এদিকে, ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ইসরাইলি হামলায় ইসলামিক রেভ্যুলিউশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি এবং সশস্ত্র বাহিনীর চিফস অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি নিহত হয়েছেন।
ইরনা আরও দাবি করেছে, ওই হামলায় ইরানের শীর্ষ ছয়জন পরমাণু বিজ্ঞানীও নিহত হয়েছেন।