
বগুড়ায় কবর খননের সময় উদ্ধার প্রাচীন যুগের দুটি পিতলের মূর্তি
বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়নের রাম শহর উত্তরপাড়ায় একটি পারিবারিক কবর খননের সময় প্রাচীন যুগের দুটি পিতলের মূর্তি উদ্ধার হয়েছে।
১০ জুন ২০২৫ তারিখে আমেনা বেগম নামে এক নারীর দাফনের জন্য কবর খননের সময় স্থানীয়রা ওই মূর্তিগুলো দেখতে পান। ঘটনাস্থলটি বেহুলার বাসর ঘর সংলগ্ন সমাজ শান্তিনিকেতন ক্লাবের পাশে অবস্থিত।
ঘটনার পর ১৩ জুন স্থানীয়রা সদর থানা পুলিশকে অবহিত করলে পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে। কবর খননকারী মোঃ সাইফুলের বাসা থেকে একটি এবং জনৈক মোঃ মুকুলের বাসা থেকে আরেকটি পিতলের মূর্তি জব্দ করা হয়।
বর্তমানে মূর্তিগুলো থানার হেফাজতে রয়েছে। আইনানুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।