
দেশের বাজারে সোনার দাম আবারও রেকর্ড ভেঙেছে। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ২,১৮২ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১,৭৪,৫২৮ টাকা—যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
শনিবার (১৪ জুন) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। রোববার (১৫ জুন) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানানো হয়েছে। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং-এর সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন দর অনুযায়ী:
২২ ক্যারেট: প্রতি ভরি ১,৭৪,৫২৮ টাকা (বৃদ্ধি ২,১৮২ টাকা)
২১ ক্যারেট: প্রতি ভরি ১,৬৬,৫৯৭ টাকা (বৃদ্ধি ২,১০০ টাকা)
১৮ ক্যারেট: প্রতি ভরি ১,৪২,৮০২ টাকা (বৃদ্ধি ১,৮০৮ টাকা)
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১,১৮,১৬৮ টাকা (বৃদ্ধি ১,৫২৮ টাকা)
এর আগে ৬ জুন, ২২ মে ও ১৮ মে—তিন দফায় সোনার দাম বাড়ানো হয়েছিল। গত ৬ জুন ২২ ক্যারেট সোনার দাম ছিল ১,৭২,৩৩৬ টাকা।
অপরিবর্তিত রুপার দাম:
রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। আগের মতোই রয়ে গেছে—
২২ ক্যারেট রুপা: প্রতি ভরি ২,৮১১ টাকা
২১ ক্যারেট: ২,৬৮৩ টাকা
১৮ ক্যারেট: ২,২৯৮ টাকা
সনাতন পদ্ধতি: ১,৭২৬ টাকা